Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিদ্যুৎ বিভাগের নির্দেশনা মোতাবেক বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলছে। সংযোগ বিচ্ছিন্ন এড়াতে আপনার সকল বিদ্যুৎ বিল পরিশোধ করে পরিশোধিত বিলের কপি সংযোগ বিচ্ছিন্নকারী দলকে দেখানোর জন্য অনুরোধ করা হলো।উল্লেখ্য, স্পটে কোন বিদ্যুৎ বিলের অর্থ আদায়/গ্রহণ করা হবে না।

দেশের যেকোনো প্রান্ত থেকে পল্লী বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো তথ্য ও সমস্যা জানাতে কল করুন ১৬৮৯৯ এই নাম্বারে।


শতভাগ বিদ্যুতায়ন

বিদ্যুৎ সভ্যতার চাবিকাঠি এবং আর্থ সামাজিক উন্নয়নের পথিকৃত। সমবায়ের সার্বজনীন নীতিমালা এবং ‘লাভ নয় লোকসান নয়’ এ দর্শনের উপর ভিত্তি করে এবং গ্রাহকগণকে সমিতির প্রকৃত মালিকানার স্বীকৃতি দিয়ে আর্থ – সামাজিক উন্নয়নে ‘‘লাভ নয় – লোকসান নয়’’এই ভিত্তিতে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি গত ১৯৯০ ইং সালে শুভযাত্রা শুরুর মাধ্যমে সমিতির আওতাভুক্ত ৫ টি উপজেলায় ৫৬০ টি গ্রামে ৮২৮৩ কিঃ মিঃ লাইন বিদ্যুতায়নের আওতায় বিভিন্ন শ্রেণীর সর্বমোট ৪১৩২০৫ জন গ্রাহককে সংযোগ প্রদান করা হয়েছে। যার মাধ্যমে একদিকে যেমন বিপুল পরিমাণে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচনের ব্যবস্থা গ্রহণ নিশ্চিত হয়েছে। অন্যদিকে তেমনি অধিক ফসল উৎপাদনে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মসূচী প্রভূত অবদান রেখে চলেছে। বর্তমান সরকারের পরিকল্পনা মোতাবেক গ্রাম বাংলার প্রতিটি ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে  ২০২০ সালের ভিতর ১০০% বিদ্যুতায়ন সম্পন্ন করা হয়েছে।


ক্রঃ নং উপজেলা বিদ্যুতায়নের হার
সদর
১০০ % 
চন্দ্রগঞ্জ  ১০০ %

রায়পুর

১০০ %

রামগঞ্জ

১০০ %

রামগতি

১০০ %

কমলনগর

১০০ %